বর্ণিল আয়োজনে মাইলস্টোন কলেজে নবীন বরণ
বর্ণিল সব আয়োজনের মধ্য দিয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বরণ করলো রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। রোববার (২৭ ডিসেম্বর) মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।
নবীন বরণ পর্বে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। নান্দনিক এই নবীন বরণ আয়োজনে কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে.কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম, প্রায় আট হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষাংশে ছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা নাচ, দেশাত্ববোধক গান, আবৃত্তি, নাটিকা, কৌতুক ইত্যাদি পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
লেখাপড়া২৪.কম/মাইলস্টোন/পিআর/এমএএ-০৪৯৫