আশা ইউনিভার্সিটির প্রাঙ্গণে ট্রেনিং আয়োজন
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যৌথভাবে ডেমোক্রেসিওয়াচ এর সাথে ২৪ ডিসেম্বর আগষ্ট, ২০১৫ আশা ইউনিভার্সিটি প্রাঙ্গণে একটি ট্রেনিং আয়োজন করেছে।
এশিয়া ফাউন্ডেশন এর “Youth as Agents of Social Change: Authentic Civic Participation in Bangladesh” প্রজেক্টটি বাংলাদেশে যথার্থ সামাজিক পরিবর্তন আনয়নে তরুণদের প্রতিনিধ হতে উৎসাহিত করে। এই প্রজেক্টটির উদ্দেশ্য বাংলাদেশের আর্থ-রাজনৈতিক ভূচিত্র পরিবর্তনের বিষয়ে তরুণরা নিজেদের মধ্যে সংহতি স্থাপনের প্রয়োজনীয় অনুধাবন করবে এবং তাদের মাঝে সচেতনতা ও নাগরিক চেতনা জাগ্রত হবে। এই ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা নেতৃত্বের গুনাবলি নেটওয়ার্কিং এ উন্নতি করার জন্য বিভিন্ন দক্ষতা আর্জন করে।
আশা ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব এর কনভেনর ডায়না আনসারী ট্রেনিংটি উদ্ধোধন করেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এসিস্টেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ডেমোক্রেসিওয়াচ, এস এম ফেরদৌস, কো-অর্ডিনেটর, আশা ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ বিভিন্ন বিভাগের শিক্ষককৃন্দ উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/আশাইউবি/পিআর/এমএএ-০৪৯২