জবিতে নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্টার দফতরে এ সংক্রান্ত ইউজিসির একটি চিঠি পৌঁছেছে।
চলতি বছরের অক্টোবরে সেকশন অফিসারসহ বিভিন্ন পদের বিপরিতে প্রায় ৩৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জবি প্রশাসন। প্রায় সাড়ে চারশ আবেদনকারীর মধ্যে কোন পরীক্ষা ছাড়াই ২৭৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।#
লেখাপড়া২৪.কম/জবি/আরএইচ-৫০৯৬