জাবির স্কুল এ্যন্ড কলেজ শিক্ষকের পিএইচডি ডিগ্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের প্রভাষক মো. মনসুর আলী জাবির পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি ’Charaterization of SrxBa1-xTiO3 Sintered at different temperature and pressure’ উপর বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুর রহমান ও কো সুপার ভাইজার ড. আবদুল গফুরের অধিনে গবেষণা কাজ পরিচালনা করেন।

গত ৩ ডিসেম্বর এক সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দামূড়হুদা থানার কুতুবপুর (মাঝপাড়া) গ্রামের মরহুম আকবর আলীর পুত্র। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৪৫০