রাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল

রাবিঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ২০১৬ সালের ভর্তি পরীক্ষায় শুধু ২০১৬ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর আমজাদ হোসেন জানান, এর আগে ডিনস কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অনেকে অন্যের হয়ে পরীক্ষা দেন।

 

Post MIddle

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়ে যায়। এ বিষয়টিও বিবেচনা করা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/আরএইচ-৫০৭৬

পছন্দের আরো পোস্ট