‘বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার গেইটওয়ে’

জাতীয় ভিসিহংকং সরকারের সেন্ট্রাল পলিসি ইউনিট এবং হংকং ইনস্টিটিউট অব এশিয়া প্যাসিফিক এর যৌথ উদ্যোগে হংকং-এ আয়োজিত ‘Hong Kong and the World under the Belt and Road Initiative’ শীর্ষক ২দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রিত হয়ে ১৭ ডিসেম্বর, ২০১৫ এন ইউ উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাঁর বক্তৃতায় বলেন, “বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী গেইটওয়ে।

 

Post MIddle

পদ্মা সেতু নির্মাাণ, পায়রা গভীর সমুদ্র বন্দর স্থাপন এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের মাধ্যমে চীনসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও সমুদ্র পথে আন্তঃমহাদেশীয় সংযোগ বৃদ্ধির মাধ্যমে এতদ্ঞ্চলের রাষ্ট্রসমূহের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগলিক অবস্থিতি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।” উক্ত সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপের ৩৩টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।#

 

লেখাপড়া২৪.কম/জাতীয়/পিআর/আরএইচ-৫০৭৩

পছন্দের আরো পোস্ট