গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নাট্যদলের কার্যক্রম

IMG_20150124_141111অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করতে চলেছে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসের প্রথম নাট্যদল।প্রকৃতির কোলে সবুজের মাঝে গড়ে ওঠা ক্যাম্পাস আর সংস্কৃতিমনা ছাত্র ছাত্রীর সৃষ্টিশীলতাকে তুলে ধরতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে নাট্যদলটি।

 

২০ ডিসেম্বর ২০১৫  রবিবার দুপুর ১২ টায় গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সাধারন নাট্যপ্রেমিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে প্রাথমিক আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।এসময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের ছাত্র এবং ‘বুনন থিয়েটারের’ শিক্ষানবিস দেওয়ান শাত-ইল জানান ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও নাট্যমঞ্চ সহ সবধরনের সুযোগ সুবিধা রয়েছে ক্যাম্পাসে।নাট্যপ্রেমি ছাত্রছাত্রীদেরও বিপুল সাড়া পাওয়া যাচ্ছে’। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সাহিত্য ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক ইউসুফ হাসান বলেন, ‘ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ আর শিক্ষকদের নির্দেশনায় অতিদ্রুত নাট্যদলের কার্যক্রম শুরু হবে’।এছাড়াও প্রাথমিক আলোচনা পর্ব ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

 

লেখাপড়া২৪.কম/গণবি/পিআর/এমএএ-০৪১৬

পছন্দের আরো পোস্ট