আশা ইউনিভার্সিটিতে ‘কনসার্ট ফর কম্বল’
১৯ ডিসেম্বর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি)-এর বিজনেস ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের সাহাযার্থে এক কনসার্টের আয়োজন করা হয়। ‘কনসার্ট ফর কম্বল’ শীর্ষক এই সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে কয়েকটি স্থানীয় ব্যান্ডদল অংশগ্রহণ করে। মনমুগ্ধকর এই সংগীত অনুষ্ঠানে গান শুনতে আসা শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা কম্বল কিনে তা শীতার্তদের মাঝে বিতরনের জন্য আয়োজকদের হাতে তুলে দেন। এই শীতবস্ত্র আগামী কিছুদিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানের শীতার্তদের মাঝে বিতরন করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান, এডিশনাল রেজিস্ট্রার জনাব মোঃ আশরাফুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
লেখাপড়া২৪.কম/আশাইউবি/পিআর/এমএএ-০৪১৮