এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৫ পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বিজয় দিবসের ব্যাচ ধারণ করে বিজয় র্যালি শুরু হয়। বিজয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে বিজয় র্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ।
র্যালি শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।#
লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৪৯৯৬