“বাংলা ভাষা থেকে বাংলাদেশ”
মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) http://www.ulab.edu.bd এর ক্যাম্পাস এ’ এর মিলনায়তনে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে “বাংলা ভাষা থেকে বাংলাদেশ” শীর্ষক, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতির অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউল্যাবের এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং কিভাবে তা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পথ সূচিত করে তা নিয়ে আলোচনা করেন। এই স্মৃতি রোমন্থক আলোচনা আরও প্রানবন্ত হয়ে ওঠে ইউল্যাব এর শিক্ষার্থী, অনুষদ এবং এডমিনদের জনপ্রিয় দেশাত্মবোধক কবিতা ও গানের পরিবেশনায়। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কোরাস গান পরিবেশন করে ইউল্যাব সংস্কৃতি সংসদ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউল্যাব এর উপ উপাচার্য এইচ এম জহিরুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাব এর উপাচার্য প্রফেসর ইমরান রহমান, ইউল্যাব এর রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অবঃ) সহ ফ্যাকাল্টি, এডমিন সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা।
লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/এমএএ-০৪০৮