ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

????????????????????????????????????

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিয়ং-দো ১৫ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এসময় একই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পার্ক মি সিওল এবং প্রশাসনিক কর্মকর্তা কিম জিয়ং কি উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নসহ দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোরিয়ান ভাষা বিষয়ে স্নাতক কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

 

পরে, কোরিয়ার রাষ্ট্রদূত আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কোরিয়ান ভাষা বিষয়ক বেশকিছু পাঠ্যবই, ডিভিডি ও সিডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করায় উপাচার্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এসব সামগ্রী শিক্ষার্থীদের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

 

 
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৯৬৪

পছন্দের আরো পোস্ট