বাকৃবিতে যাত্রা শুরু করলো উন্মুক্ত পাঠাগার

BAU Open Library Pic2বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জব্বারের মোড়ে রেল লাইনের পাশে ‘পথপাঠ’ নামে উন্মুক্ত পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবী শহীদদের প্রতি সম্মান রেখে কালো পর্দা সরিয়ে পাঠাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ শিক্ষার্থী।

 

এ সম্পর্কে তরুণ শিক্ষার্থীরা বলেন, আলো ছাড়া যেমন পথ চলা যায় না, তেমনি বই ছাড়া সত্যিকার কোনো মানুষ হতে পারে না। মানবজীবনে বইয়ের কোনো বিকল্প নেই। আজকের দিনে আমাদের ব্যক্তি এবং পরিবারকে বিকশিত করতে হলে, আলোকময় করতে হলে, পাঠাগার তৈরির কোন বিকল্প নেই। আবার সমাজের সকল হিংসা-বিদ্বেষ, দুর্নীতি দূর করতে অন্যতম হাতিয়ার হচ্ছে বই। তাই বই পারে সকল অসঙ্গতি দূর করে সুন্দর একটি সমাজ নির্মাণ করতে।

 

Post MIddle

বাকৃবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের সংগ্রহীত বই দিয়েই এই পথপাঠের যাত্রা শুরু। গল্প, কবিতা, সাহিত্য, মুক্তিযুদ্ধের উপর শতাধিক বই সংগ্রহে আছে পাঠাগারটির। উদ্বোধনের সময় শিক্ষার্থীরা বলেন, এটি কোন সংগঠন নয়, এখান থেকে কারও কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যও নেই। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শুরু করতে পেরেছি। ভবিষ্যতে সকলের সহযোগিতায় এর বিস্তৃতি বাড়বে এটাই আমাদের বিশ্বাস। এসময় বিশ্ববিদ্যালয়ের কামাল-রনজিত মার্কেটে আরেকটি পথপাঠ পাঠাগারের ইচ্ছা পোষণ করেন শিক্ষার্থীরা।

 

লেখাপড়া২৪.কম/বাকৃবি/রহমান/এমএএ-০৪০০

পছন্দের আরো পোস্ট