রাবি শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও গণসঙ্গীত

000a3f45-7b20-4ae4-9819-2a760879fda4শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও গণসংগীতের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

 

এসময় মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ারসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা।

 

সমাবেশে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রয়োজন এর চেতনাকে ধারণ করা। ঐতিহাসিক এ দিনটিতে এদেশের বীর শহীদ বুদ্ধিজীবীদের ওপর পাকিস্তানি বর্বরদের হামলা আমাদের মুুক্তিযুদ্ধের উদ্বুদ্ধ হতে শিক্ষা দেয়।

 

Post MIddle

এসময় সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে পাকিস্তানের মন্তব্যের প্রতিবাদে তাদের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেন বক্তারা ।

 

মোমবাতি প্রজ্জ্বলন করে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য বলে দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা।

 

এর আগে একই সময়ে রাবি ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে শহীদ মিনারে উপস্থিত হয়।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ-৪৯৫০

পছন্দের আরো পোস্ট