নোবিপ্রবির শহীদ বুদ্ধিজীবী শোক র্যালি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মত এবছরও বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, প্রদীপ প্রজ্জলন, পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়া।
দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, এরপর উপ-উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে মোমবাতি প্রজ্জলন করে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীর উদ্বোধন করেন। সকাল ১০:৩০টায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন এর নেতৃত্বে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান, প্রক্টর ড. নেওাজ মোহাম্মদ বাহাদুর, জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি জনাব আফসানা মৌসুমীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল তত্ত্বাবধায়ক, দপ্তর প্রধান ও শিক্ষকবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো: রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
যোহর নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/পিআর/এমএএ-০৩৯৭