কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী আলোচনা সভা

 

3আজ (১৪ ডিসেম্বর) মহান স্বাধীনতা যুদ্ধে রক্তেভেজা একটি বেদনাবিধূর দিন। পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা এই দিনে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় প্রক্কালে ১৯৭১ সালের এই দিনে বুদ্ধিজীবীদের উপর চলে নির্মম হত্যাযজ্ঞ ।

 

Post MIddle

এ হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। স্বাধীনতা যুদ্ধে শহীদ সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও পালিত হয়ে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস ও আলোচনা সভা।

 

এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পতবক অর্পণ করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম। এসময় তার পাশে ছিলেন মাননীয় ট্রেজারার এ এম এম প্রফেসর শামসুর রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ।

 

লেখাপড়া২৪.কম/নবি/পিআর/এমএএ-০৩৯১

পছন্দের আরো পোস্ট