ইবি শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

5ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রফেসর ড. এমতাজ হোসেন (১৪৮) ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ (১৩১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি পদগুলোতেও বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয় লাভ করেছেন।

 

রোববার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতরা একক প্যানেল ও আওয়ামী ও প্র্রগতিশীল শিক্ষকরা পৃথক দুটি প্যানেলে বিভক্ত হয়ে মোট তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে প্রফেসর ড. কাজী আখতার হোসেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৩৫৯ জন ভোটারের মধ্যে ৩১৫ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল করা হয়েছে।

 

 

নির্বাচন কমিশনে ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামীপন্থী শিক্ষকদের এক প্যানেলের সভাপতি প্রার্থী প্রফেসর ড. রাশিদ আশকারী ৯৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. শামসুল আলম ৭৫ পেয়ে পরাজিত হয়েছেন। আওয়ামীপন্থী অন্য প্যানেলের সভাপতি প্রার্থী প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন ৬৬ ভোট ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

Post MIddle

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান (১৩৫), যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান (১৪৭), কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মাহবুবুর রহমান (১৩৩) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুক (১৩২), প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী (১৩৬), প্রফেসর ড. আবু সিনা (১৩৩), প্রফেসর ড. এম এয়াকুব আলী (১২০), প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান (১৩৩), প্রফেসর ড. রুহুল আমিন ভুইঁয়া (১২৯), প্রফেসর ড. নুরুন নাহার (১৪৯), প্রফেসর সরফরাজ নেওয়াজ (১৩৪), ড. রেজাউল করিম (১৩৫), ড. আবুল কালাম আজাদ (১২৯) নির্বাচিত হয়েছেন।

 

এদিকে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জয়লাভ করায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন। এছাড়া শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।#

 

লেখাপড়া২৪.কম/ইবি/আরইচ-৩৯৪৫

পছন্দের আরো পোস্ট