শহীদ বুদ্ধিজীবী দিবসে রাবির কর্মসূচি

রাবিশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

 

বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে।

 

Post MIddle

এরপর সকাল ৭:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শহীদ স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৭:৩০ মিনিটে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও অন্যান্য সংগঠনের প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চত্বরে শহীদ অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার-এর সমাধি এবং হেতেমখাঁ গোরস্থানে শহীদ অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

এদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা থাকবে।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ-৪৯৪৭

পছন্দের আরো পোস্ট