আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় ভিসিজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদকে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও হংকং ইনস্টিটিউট অব এশিয়া-প্যাসিফিক স্টাডিজ এর যৌথ উদ্যোগে ১৭ ও ১৮ ডিসেম্বর “দ্য বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ” বিষয়ে হংকং এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল সদস্য হিসেবে যোগদানের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

চিনের প্রেসিডেন্ট শিং জিন পিন এর দক্ষিণ-পূর্ব-এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, য়ুরোপ ও আফ্রিকার দক্ষিণের সমুদ্র উপকূলীয় দেশসমূহে অন্তর্ভুক্ত করে সড়ক ও সমুদ্র পথে চিনের প্রাচীন সিল্ক রোড বাণিজ্য পুণ:প্রচলনের নীতি ও তা বাস্তবায়নে গৃহীত উদ্যোগকে সম্মুখে রেখে এই

 

Post MIddle

আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপাচার্য ড. হারুন-অর-রশিদ এ সম্মেলনে যোগ দিতে (১৫ ডিস্মেবর) মঙ্গলবার রাতে হংকং এর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।#

 

 

লেখাপড়া২৪কম/জাতীয়/পিআর/আরএইচ-৪৯৫১

পছন্দের আরো পোস্ট