গণবিতে বিবিএ ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন
গণ বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপন সংক্রান্ত এক অনুষ্ঠান ১২ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের বি-৪১৯ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিবিএ বিভাগের প্রধান প্রফেসর ড. আলমগীর কবীর এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন, বিভাগের শিক্ষক মো: মহিউদ্দিন ইলিয়াস, মো. রুবেল হোসেন, নাসিদ বিনতে হায়দার, ফারহানা আক্তার, তাহসিনা ইসলাম, তন্ময় বিশ্বাস সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিবিএ বিভাগের শেষ পর্বের মোট ২৩ জন শিক্ষার্থী তাদের স্ব-স্ব ইন্টার্নশিপের বাস্তব অভিজ্ঞতার বিষয় উপস্থাপন করেন এবং তাদের তৈরি প্রতিবেদন জমা দেন।
এসময় অভিজ্ঞ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আই-বি এর সহকারী অধ্যাপক আলমগীর হোসেন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নবীনগর শাখার হেড অব ব্রাঞ্চ জনাব মোঃ আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের উপস্থাপনা (PRESENTATION) উপভোগ করেন ও তাদের ভূয়সী প্রশংসা করেন। #
লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/আরএইচ-৪৯৩৭