পটুৃয়াখালীতে অভিযাত্রিক স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ

IMG_20151210_203542বুধবার বিকেল ৩ হতে ৫ টা পযন্ত অভিযাত্রিক স্কুলে প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা নেয়া হয়। পটুৃয়াখালী লাউকাঠী আবাসনের শিক্ষা থেকে দুরে থাকা শতাধিক ছেলে মেয়েদের অভিযাত্রিক স্কুলের ভলান্টিয়ারদের সহযোগিতায় ২০১৫ সালে তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়।

 

Post MIddle

অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযাত্রিক ফাউন্ডেশন এর ভালান্টিয়ার এবং একটিভ সিটিজেনস এর সার্বিক প্ররিশ্রোমে এ স্কুল এর শিক্ষা ব্যবস্থা সামনে আগাচ্ছে। সে ধারাবাহিতায় বুধবার ৫০ জন শিক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা নেয় মোঃ জহিরুল ইসলাম, রিয়াজ, শোয়েব এবং আইয়ুব খান।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৯০৫

পছন্দের আরো পোস্ট