জাপান ও চীনে যাচ্ছেন শাবির ড. জফির সেতু
আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে জাপান ও চীন সফরে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক, কবি- গবেষক ড. জফির সেতু।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩ টায় ওয়েস্টার্ণ চায়না এয়ারওয়েজ এর একটি বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
তিনি আগামি ১২ ও ১৩ ডিসেম্বর জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা হাইকু টেকনিক এন্ড টেন্ড’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।
১৮ ডিসেম্বর তিনি চায়নার ইউনিভার্সিটি অফ চায়নাতে দক্ষিণ এশীয় ভাষা ও সংস্কৃতি বিভাগে বক্তৃতা করবেন। এ ছাড়া তিনি রেডিও বেইজিংয়ে এক মতবিনিময় সভায় যোগদান করবেন।
এ সম্মেলনে বাংলাদেশ থেকে প্রফেসর এমিরিটিাস ড. আনিসুজ্জামান, প্রফেসর রফিক উল্লা খান, ভারত থেকে ড. তপোধীর ভট্রাচার্য, পবিত্র সরকারসহ দেশ বরেণ্য লেখক-গবেষক বুদ্ধিজীবী যোগদান করবেন।এ মাসের শেষ সপ্তাহে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/স্বশা-৪৫২৯