রাবিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যালি করেছে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সাকাল ১১টার দিকে আইন বিভাগের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ।

‘সর্বদা আমার স্বাধীনতা আমার অধিকার’ স্লোগানকে সামনে রেখে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়। এসময় আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মিয়া, সহকারী অধ্যাপক জোবাইদা সুলতানা, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরসহ আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০৩৫৫