সড়ক দূর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

রাবিদ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ওয়াই কে এম জাহাঙ্গীর। এ ঘটনায় তার ছেলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিল খানও গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই মহাসড়কের নাটোর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ওয়াকিলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সালাম মিয়া বলেন, সকালে অধ্যাপক জাহাঙ্গীর তার ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তারাসের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোরের রেলক্রসিং এলাকায় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান। গুরুতর আহতাবস্থায় তার ছেলেকে রামেকে আনা হয়। সকাল ১০টার দিকে জাহাঙ্গীরের মরদেহ রামেক মর্গে আনা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ-৪৮৮১

পছন্দের আরো পোস্ট