বিজয়ের মাসে আইসিটি ক্যারিয়ারে ৭০% ছাড়ে ভর্তি

ictসমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সমাজসেবামূলক সংগঠন নাছিমা এনাম ফাউন্ডেশনের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার বিজয়ের মাসে আইসিটি ক্যারিয়ারে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে।

 

এই প্রতিষ্ঠান বিগত ১০ বছর ধরে কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলছে ভিন্নধারার এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত দশ হাজার প্রশিক্ষণার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছে আইসিটি ক্যারিয়ার।

 

বিজয়ের মাসে অফিস ম্যানেজমন্টে/গ্রাফিক্স ডিজাইন পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স(ল্যাপটপ/ডেস্কটপ)/ বেসিক ওয়েব ডিজাইন/পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ১ বছর মেয়াদী ডিপ্লোমা/৬ মাস মেয়াদী ডিপ্লোমা সহ অন্যান্য কোর্সে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে।

 

আগ্রহীদের আইসিটি ক্যারিয়ার, কনকর্ড টাওয়ার, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন ঢাকা-এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইলে যোগাযোগ করুন-০১৭১২৯১১৫৬৯/০১৬২২৭২৩৯৮৬/ নম্বরে।#

 

লেখাপড়া২৪.কম/প্রেবি/আরএইচ-৪৮৭৫

পছন্দের আরো পোস্ট