স্টেট ইউনিভার্সিটিতে ‘বিজনেজ ফেট’ উদযাপিত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে ৫ থেকে ৭ ডিসেম্বর বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে হয়ে গেল ‘বিজনেস ফেট ২০১৫‘।
গেমিং কনটেস্ট, নিউ বিজনেস আইডিয়া, কুইজ প্রতিযোগিতা, ওয়ালপেপার ও ছবির প্রদর্শনী ছিল তিন দিনের এ আয়োজনে।
ক্রিকেটে বিবিএ ৩৯তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং বিবিএ ৪০তম ব্যাচ রানার আপ হয়। বিবিএ ৩৬তম ব্যাচ থেকে মো. নাইমুল সরকার ক্যারামবোর্ড প্রতিযোগিতার এ চ্যাম্পিয়ন হয়।
এসিউবি’র উক্ত আয়োজনের সাথে আরএফএল, আকিজ গ্রুপ, রবি, মিয়াকো কোম্পানি ছিলেন। তারা শিক্ষার্থীদের উপস্থাপিত বিজনেস আইডিয়া পর্যবেক্ষণ করেন।
এছাড়াও বিজনেজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করে এসইউবি’র উপাচার্য অধ্যাপক ডাঃ ইফতেখার গণি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এসইউবি’র রেজিস্ট্রার এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, এসইউবি’র স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ-এর ডীন অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরীসহ বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘বিজনেজ ফেট’ সর্ম্পকে বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক সিফাত কামাল বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”
তিনি বলেন, “আগামীতে আরও ভিন্নধারার অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে।”
একই প্রসঙ্গে অত্র বিভাগের শিক্ষার্থী নাফিয়া হাসিন রিতি বলেন, “এ ধরনের আয়োজন লেখাপড়ার পাশাপাশি একদিকে যেমন বিনোদনের ব্যবস্থা করছে, অপরদিকে জ্ঞান চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।”#
লেখাপড়া২৪.কম/স্টেট/আরএইচ-৪৮৫৯