বশেমুরবিপ্রবিসাসকে নোবিপ্রবিসাসের অভিনন্দন

PicsArt_12-07-09.20.49নবগঠিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

 

নবগঠিত বশেমুরবিপ্রবিসাস’র সভাপতি মো. রেজোয়ান হোসেনকে নোবিপ্রবিসাস’র আহবায়ক এম এন করিম ফোন করে শুভেচ্ছা বার্তা জানান।

 

এছাড়াও নোবিপ্রবিতে কর্মরত বাংলানিউজ ২৪.কম, ক্যাম্পাসলাইভ২৪.কম, পুর্বপশ্চিমবিডি.কম, নোয়াখালীর কথা ২৪.কম, ব্রেকিংনিউজ, ভোরের বার্তা, রাইজিংবিডি, ক্যাম্পাস টাইম, বিডি টুয়ান্টিফোর আওয়ার. কম, লেখাপড়া২৪.কম, প্রিয় ডটকম, নোয়াখালী নিউজ, নোয়াখালী প্রতিদিন, বিবার্তা২৪.কম ও প্রাইম নিউজের সাংবাদিকরা যৌথ বিবৃতিতে নোবিপ্রবিসাস’কে শুভেচ্ছা জানান।

 

বশেমুরবিপ্রবির ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ক্যাম্পাস লাইভ২৪ ডটকম প্রতিনিধি মো. রেজোয়ান হোসেনকে।

 

এছাড়াও ৬জনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. রাকিবুল ইসলাম, নাসিমুল ইসলাম, মাসুদ রানা, তন্ময় বিশ্বাস ও ওসমান গনি।#

 

লেখাপড়া২৪.কম/কামরুল/আরএইচ-৪৮৫৭

পছন্দের আরো পোস্ট