মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে খেলা উপকরণ বিতরণ
বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার উপকরন বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি’র লিটারেসি বুস্ট প্রকল্পের আওতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরনের মধ্যে রয়েছে ফুটবল, লুডু, নাচের দড়ি ও কেরাম। এ উপলক্ষ্যে সংস্থার অডিটরিয়ামে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বশিরুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা বিপ্লব মন্ডল, প্রোগ্রাম কর্মকর্তা সমর হালদার, শিক্ষিকা কল্পনা রানি প্রমুখ।#
লেখাপড়া২৪.কম/মেহেদী/আরএইচ-৪৮৬৭