জাপান গেলেন উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি দল

উত্তরা ইউনিভার্সিটিজাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ৪র্থ আন্তর্জাতিক বেঙ্গলি স্টাডিজ কংগ্রেসে যোগ দিতে জাপান গেলেন উত্তরা ইউনিভার্সিটি’র একটি প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম. আজিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন উপ-উপাচার্য ডক্টর ইয়াসমীন আরা লেখা, বোর্ড অব ট্রাস্টির সদস্য আবিদ আজিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, স্কুল অব সিভিল-এর ডিন প্রফেসর ডক্টর বিলকিস আমিন হক, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মাসুদ শামস আলদীন ও স্কুল অব বিজনেস-এর শিক্ষার্থী নিশাত আলম দৃষ্টি। তারা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর কংগ্রেসের বিভিন্ন সেশনে অংশ নিবেন।

 

চতুর্থ আন্তর্জাতিক বেঙ্গলি স্টাডিজ কংগ্রেসে যোগ দিতে বাংলাদেশ থেকে আরও যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রফিকউল্লাহ খান-সহ প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল। টোকিও-তে অনুষ্ঠেয় এ কংগ্রেসে ভারত থেকেও শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

Post MIddle

কংগ্রেস শেষে প্রতিনিধি দলটি আগামী ১৫ ডিসেম্বর দেশে ফিরে আসাবে।

 

লেখাপড়া২৪.কম/উত্তরা ইউনিভার্সিটি/পিআর/এমএএ-০৩৩৬

পছন্দের আরো পোস্ট