নর্থ সাউথ ভার্সিটির ষ্টুডেন্ট শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম

?
?

নর্থ সাউথ ইউনিভার্সিটির এম বি এ ষ্টুডেন্ট মোঃ তামহিদ উল ইসলাম নাফীর টিম “টোয়েন্টি নাইন কোড ফিল্মস” এর ব্যানারে বেলিসিমো প্রিমিয়াম আইসক্রিম আয়োজিত হরর শর্টফিল্ম মেকিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই প্রতিযোগিতার প্রাইজমানি ছিলো এক লাখ টাকা। তাহমিদ এর হরর শর্টফিল্মটির নাম “নিরালাপ”।

 

Post MIddle

শর্টফিল্মটিতে অভিনয় করেছে তামহিদের বন্ধু ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ষ্টুডেন্ট আহমেদ ইমতিয়াজ মোঃ জিতু ও তার বোন মিতু। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে ইওঞঙচও তে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় বিচারিক প্যানেলে ছিলেন তানভীর হায়দার চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, কাজী ফুডস ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড; আশিক হাসান, সহকারি মহাব্যবস্থাপক, বিপনন বিভাগ, কাজী ফুডস ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড; এবং আদনান আল-রাজীব, পরিচালক, রান আউট ফিল্মস। বিচারকগন শর্টফিল্মটির ডিরেকশন, সিনেমাটোগ্রাফি এবং এডিটিং এর ভূয়সী প্রশংসা করেছেন।

 

ইতিপূর্বে, তামহিদ এর আরেকটি শর্টফিল্ম “দিভুজ ডি লুপ” পাঁচটি প্রতিযোগিতায় প্রাইজ পেয়েছিলো। তামহিদ আগামীতে ফিচার ফিল্ম, টিভি কর্মাশিয়াল, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে চায়।

 

লেখাপড়া২৪.কম/নর্থ সাউথ/পিআর/এমএএ-০৩২৭

পছন্দের আরো পোস্ট