ইউল্যাব এ লোকসঙ্গীত অনুষ্ঠান
গত (৩ ডিসেম্বর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব ক্যাম্পাস এ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হল লোকসঙ্গীত নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান “আগে কি সুন্দর দিন কাটাইতাম”। অনুষ্ঠানটির আয়োজন করে “ইউল্যাব সংস্কৃতি সংসদ”।
অনুষ্ঠানটি গ্রাম বাংলার সাধারন মানুষের জীবন যাত্রার বহিঃ প্রকাশ ঘটিয়েছিল। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা মোট ১১টি গান আর ২ টি নাচ পরিবেশন করে।
বরাবরই “ইউল্যাব সংস্কৃতি সংসদ” বাংলাদেশি সংস্কৃতি এবং ঐতিহ্যের বিভিন্ন দিক উদযাপন করে আসছে। লোকসঙ্গীত আমাদের শেকড়ের অংশ, যা কথা বলে বাংলার মাটি, মানুষ ও তাদের সংগ্রামের কথা বলে। তাই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যে ছিল শিক্ষার্থীদের বাংলাদেশের লোকসঙ্গীতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় রূপের সাথে আরও পরিচিত এবং আগ্রহী করে তোলা। ইউল্যাব সংস্কৃতি সংসদ এর সদস্যরা বাঙ্গাদেশের বিভিন্ন অঞ্চল এর লোকসঙ্গীত এবং নৃত্ত পরিবেশনা করে।
ইউল্যাব এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, উপাচার্য এইচ এম জহির“ল হক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউল্যাবের প্রশাসনিক সদস্যবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্তি ছিলেন।
লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/এমএএ-০৩১২