শেষ হল বশেমুরবিপ্রবি’র প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ।আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) শেষ দিনে বিকাল ৩ টায় ‘জি’ ইউনিটের অধীনে (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ।
এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘জি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ২৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন । চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৪৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন । ২ ডিসেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয় ।ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd -এ পাওয়া যাচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
লেখাপড়া২৪.কম/বশেমুরবিপ্রবি/তন্ময়/তালহা-১১৯২