স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিষয়ক সেমিনার
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে ২ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হল অনলাইন সাংবাদিকতা বিষয়ক সেমিনার। নলেজ অ্যান্ড নেটওইয়ার্কিং ক্লাবের আয়োজনে উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির অনলাইন নিউজ এডিটর রফিকুল রঞ্জু।
সেমিনারে অনলাইন পরিচালনা, সংবাদ সংগ্রহ, কাজের ধরণসহ বিভিন্ন দিক আলোচনা করা হয়।
রফিকুল রঞ্জু বলেন, দেশে সম্প্রতি যত্রতত্রভাবে হাজারো অনালাইন গড়ে উঠেছে। যার একটি সুষ্ঠু নীতিমালা প্রয়োজন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের প্রধান কাজ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দেশের অনেক সাংবাদিক নৈতিকতা বর্হিভূত সংবাদ পরিবেশন করছে। যা সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ”।
আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনলাইন ব্যাপক সাড়া ফেলবে মন্তব্য করে সাংবাদিকতার শিক্ষারর্থীদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করার পরামর্শ দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জেসিএমএস বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস, সহকারী অধ্যাপক সজীব সরকার, প্রভাষক শেখ জিনাত শারমিন, প্রভাষক নূরে-ই-মকবুল ফরচুনসহ বিভাগটির শিক্ষার্থীরা।
লেখাপড়া২৪.কম/মাজেদ/আরএইচ-৪৮০৬