ফেইসবুক খুলে দেবার দাবিতে জাবিতে মানববন্ধন
স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করবার সকল আইন বাতিল এবং ফেইসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পশ্চিম পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার বলেন, ফেইসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিত।

ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম ৫৭ধারা বাতিলের দাবি করে বলেন, নিরাপত্তার জন্য দুই চারদিন ফেসবুক বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার মানে কি হতে পারে। নিরাপত্তার অজুহাতে সরকার জনগনের স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করছে।
মানববন্ধনে সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু, ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর, সাংস্কৃতিক সংগঠন আনন্দনের সভাপতি মিজানুর রহমানসহ অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/জাবি/নুআ/আরএইচ-৪৮১০