এইউবি’র ইংরেজি বিভাগের গ্রাজুয়েশন প্রোগ্রাম
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।বিভাগীয় প্রধান প্রফেসর হাফিজুর রহমান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন,এইউবি’র উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গ্রাজয়েশন শিক্ষার শেষ স্তর নয়। তোমরা যারা গ্রাজুয়েশন শেষ করেছো তারা অবশ্যই মাস্টার্স করবে। এরপর কর্মজীবনের পাশাপাশি এমফিল, পিএইডি ডিগ্রী অর্জন করবে।প্রধান অতিথি গ্রাজুয়েটদেরকে কর্মক্ষেত্রের প্রতিটি স্তরে নৈতিকতার স্বাক্ষর রাখার উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কে, এম, মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহসিন মিয়া, এএসএম শামীম, মোঃ আনোয়ার পারভেজসহ বিভাগীয় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লেখাপড়া২৪.কম/এশিয়ান/পিআর/স্বশা-৪৫০৮