৪৮০ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন জেলায় ৪৪টি পদে মোট ৪৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে মধ্যে মাদারীপুর জেলায় ৬৪ জন, মেহেরপুর জেলায় ১৭ জন, চাঁদপুর জেলায় ১৭৫ জন, পিরোজপুর জেলায় ৩২ জন, বরিশাল জেলায় ৫৬ জন, বগুড়া জেলায় ১২ জন, পটুয়াখালী জেলায় ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ জন এবন কুড়িগ্রাম জেলায় ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। আবেদনের জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd)।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় পত্রিকায় ১ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন: