বাকৃবিতে প্রতি আসনে লড়বে ২২ জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২২ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাকৃবির এবারের (২০১৫-১৬) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদে আসন সংখ্যা ১২০০ এবং ওই আসনের বিপরীতে ২৬৫৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় কিন্তু এবার আবেদনকারী সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাঝে ১ ঘণ্টা বিরতি। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১২টা থে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (যঃঃঢ়://ধফসরংংরড়হ.নধঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।
লেখাপড়া২৪.কম/বাকৃবি/পিআর/এমএএ-০২৭৭