জাবির সঙ্গে সিসিডিবি’র সমঝোতা স্বাক্ষর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের উপস্থিতিতে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সমঝোতা স্মারক চুক্তিপত্রে স্বাক্ষর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং সিসিডিবির নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সঙ্গে সিসিডিবি আবহাওয়া, জলবায়ূ, পানি দূষণ, পরিবেশ রক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০২৭১