ইবিএল-ডুয়া স্কলারশিপ পেল ৩৯০ শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘বর্তমান বিশ্ব টিকে আছে জ্ঞানের শক্তিতে। এ জ্ঞানের সম্প্রসারণে গবেষণা বাড়াতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে গবেষণার বিকল্প নেই। আর ভালো গবেষণার মাধ্যমে আমাদের বিশ্বে স্থান করে নিতে হবে।’
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন গওহর রিজভী।
গওহর রিজভী বলেন, ‘শুধু দেশের সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করলে চলবে না। আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। শিক্ষার মান বাড়াতে হবে, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়।’
‘ইবিএল-ডুয়া স্কলারশিপ প্রোগ্রাম ২০১৪-১৫’ উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে ইস্টার্ন ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৯০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জ্ঞান আজকে বিশ্বের বুকে এ অবস্থানে নিয়ে এসেছে। আমরা যদি এর অপব্যবহার করি, তাহলে একসময় আমরা হোঁচট খাব। আমাদের জ্ঞানের যথাযথ ব্যবহার করতে হবে।’
উপাচার্য বলেন, ‘আমাদের জীবনে জ্ঞানের আলো জ্বালাতে হবে। প্রকাশ্যে জ্ঞানের প্রকাশ ঘটাতে হবে। এটা গোপন রাখার জিনিস নয়। ছাত্রদের উচিত, জ্ঞানের যথাযথ প্রকাশ ঘটানো। আমাদের প্রত্যেকের উচিত গোটা বিশ্বকে অনেক গভীর থেকে জানা।’
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/আরএইচ-৪৭৬৮