ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

RRRRRএকাডেমিক পড়ালেখার কাজে ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে গেল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৮ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা ।
এতে অংশগ্রহণ করছে বিবিএ ৮ম সেমিস্টারের প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রী । মঙ্গলবার সকাল ৯টায় ১ দিনের এ ট্যুরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন তারা ।
প্রথমে শিক্ষার্থীরা বাগেরহাট এর মংলা যাবেন, তারপর তারা মংলা ইন্ডাস্ট্রিায়াল এরিয়ার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কারখানায় যাবেন বলে জানিয়েছেন ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ জাকির হোসেন ।

 

Post MIddle

শিক্ষার্থী জাকির হোসেন আরও বলেন, আমরা মূলত পড়াশুনার কাজে এই ট্যুরে যাচ্ছি কারন আমাদের এই সেমিস্টারে ১.৫ কেডিট এর একটা কোর্স আছে ।
ইন্ডাস্ট্রিায়াল ট্যুরে শিক্ষার্থীদের সাথে আছেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সহযোগী অধ্যাপক মো.রোকনুজ্জামান, মো. উজ্জল হুসাইন, ওমর ফারুক, ঈশিতা রায় ও মোস্তাফিজুর রহমান ।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সার্বিক ব্যবস্থাপনায় ইন্ডাস্ট্রিায়াল ট্যুর শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবেন বলে জানা গেছে । #

 

 

লেখাপড়া২৪.কম/তন্ময়/আরএইচ-৪৭৬৯

পছন্দের আরো পোস্ট