ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজয় মাসের শুভ সূচনা

IMG_4854বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবার ব্যবস্থা করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক লে: কর্ণেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতিক) শিক্ষার্থীদের এই গল্প শোনান।

 

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা যেভাবে অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল তা তুলে ধরেন তিনি। স্বাধীন বাংলাদেশে বাঙালিদের এই বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মকে ধারন করবার আহ্বান জানান কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতিক)। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বাধীনতা অর্জনের গল্প শুনতে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

 

লেখাপড়া২৪.কম/ইস্ট ওয়েস্ট/পিআর/এমএএ-০২৭৯

পছন্দের আরো পোস্ট