কর্মশালায় যোগ দিতে জার্মানীতে  গণবি প্রতিনিধি দল

 

গণবিসাভারের গণ বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল জার্মানী গেছেন। প্রতিনিধি দলটি ইউনিভার্সিটিমেডিকেল সেন্টার মানহাইমে আয়োজিত “মাস্টার্স স্টাডিস অব মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ইন হাইডেলবার্গ ইউনিভার্সিটি এন্ডগণ ইউনিভার্সিটি: অ্যাডমিনিসট্রেটিভ আসপেক্ট” এবং “ই-লার্নিং ইন ডিপার্টমেন্ট অব মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, গণবিশ্ববিদ্যালয়” এর উপর কর্মশালায় যোগ দেবেন।

 

৩০ নভেম্বর থেকে শুরু হয়ে কর্মশালাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিনিধি দলটি আগামি ৮ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে।গণ বিশ্ববিদ্যালয়ে ২০০১ সাল থেকে মেডিকেলফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে এম. এস. সি এবং ২০০৫ সাল থেকে বি. এস. সি অনার্সকোর্স পরিচালিত হয়ে আসছে। জার্মানী বাংলাদেশে মেডিকেল ফিজিক্স শিক্ষায়অগ্রণী ভূমিকা পালন করছে।

 

Post MIddle

এরই ধারাবাহিকতায় ২০১২ সালে জার্মানীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের মানহাইম মেডিকেল সেন্টারের সঙ্গে গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ডবায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়। এ চুক্তির আওতায় শিক্ষক, ছাত্র ও হসপিটাল ফিজিসিস্টদের প্রশিক্ষণ দেয়াহচ্ছে।

 

এছাড়া এবছর হাইডেলবার্গ বিশ্বদ্যিালয় থেকে একজন শিক্ষার্থী পিএইচ ডি ও একজন শিক্ষার্থী এম এস সি ডিগ্রী পাবেন।পুরো বিষয়টি সমন্বয় করছেন জার্মানীর কোলন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্সের চেয়ারম্যান ও প্রধান চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ড. গোলাম আবুজাকারিয়া।

 

লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/এমএএ-০২৬৪

পছন্দের আরো পোস্ট