জাবির লোক প্রশাসন বিভাগে আলোচনা সভা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে আজ জহির রায়হান মিলনায়তনে Functioning of Public Service Commission of India শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে ভারতের পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডি. পি আগারওয়াল তাঁর বক্তব্যে ভারতের পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ছায়েদুর রহমান।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/স্বশা-৪৫০৫