গণবিতে ক্লাস শুরু ৫ ডিসেম্বর
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ১১ নভেম্বর। এখন চলছে ২৩ দিনের শীতকালীন অবকাশ যা শেষ হবে ৪ই ডিসেম্বর। ছুটি শেষে আগামী (৫ ডিসেম্বর) শনিবার থেকে যথাসময়ে প্রত্যেক বিভাগের ক্লাশ-পরীক্ষা শুরু হবে। এবারই প্রথম সেমিস্টার ফাইনাল শেষে দীর্ঘ বিরতি পেল শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি চলছে। এছাড়াও সকল বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাশ চলছে ।

বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীরা বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
লেখাপড়া২৪.কম/গণবি/মেহেদী/স্বশা-৪৫০১