বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বুধবার থেকে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার ৭টি ইউনিটের ২০টি বিভাগে মোট ১ হাজার ৪ শত ৩০ টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৩০ হাজার ১শত ৯০টি।
এবার একটি আসনের বিপরীতে ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজ।

মোবাইল ফোন এবং কোন প্রকার ইলেক্ত্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা । গত বছর ভর্তি পরীক্ষায় মোট ৭ শত ৪৭টি আসনের বিপরীতে ৪০ হাজার ৭৯ জন আবেদন করে ।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd -এ পাওয়া যাবে।
লেখাপড়া২৪.কম/তন্ময়/আরএইচ-৪৭৪০