আল ফাতাহ পাবলিকেশনসে নিয়োগ
পদের নাম: টেরিটরি সেলস অফিসার।
পদের সংখ্যা: ২৫ জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: গ্র্যাজুয়েট/মাস্টার্স। প্রকাশনা/ফার্মাসিউটিক্যালস/কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি এজিএম, মানবসম্পদ বিভাগ, আল ফাতাহ পাবলিকেশনস, করপোরেট অফিস, ২৬০ মালিবাগ (৫ম তলা) ঢাকা ১২১৭ পাঠাতে হবে। ই-মেইল: fatahcvbank@gmail.com
আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০১৫।
সূত্র: ২০ নভেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।