ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান প্রতিনিধি দলের সাক্ষাৎ

PRESSজার্মানীর ভুপার্টাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. থর্সটেন বেনটার-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন – ড. রল্ফ কার্টেনব্যাক এবং ড. হেনদ্রিক কার্সটেন।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. আলতাফ হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো: মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ‘এয়ার কোয়ালিটি মনিটরিং সেন্টার’-এর আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানীর ভুপার্টাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২৫১

পছন্দের আরো পোস্ট