ড্যাফোডিলে নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি

 

daffআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে গতকাল (২৫ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সামনে মিরপুর সড়কে এক মানববন্ধন কর্মসূচী’র আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান মিস ফারহানা হেলাল মেহতাব এ মানববন্ধনের নেতৃত্ব দেন।

 

Post MIddle

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক ও কর্মকর্তাবৃন্দসহ হলিক্রস স্কুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আানি ভিাগের এলাসনাই সদস্যবৃন্দ অংশগ্রহনণ করেন। শিক্ষামন্ত্রণালয়ের গৃহীত (২৫ নভেম্বর) থেকে (১০ ডিসম্বের) পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করতেই এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/এমএএ-০২৫০

পছন্দের আরো পোস্ট