ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের পুনর্মিলনী ২৬ ডিসেম্বর

ঢাবিঢাকা ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যালামনাই এসোসিয়েশনের (ডিইউপিএএএ) দিনব্যাপী পুনর্মিলনী আগামী ২৬ ডিসেম্বর টিএসসি’তে অনুষ্ঠিত হবে। এই উৎসবে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন।

 

আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সদস্যরা নিবন্ধন করতে পারবেন। সদস্যদের জন্য মাথাপিছু চাঁদা একহাজার টাকা ও দম্পতির জন্য দেড়হাজার টাকা ধার্য করা হয়েছে।

 

এব্যাপারে সাইফুল্লাহ : ০১৯২৩৫০৮৫০৮ ও ০১৫৫৮০৫৫০৩৫ কিংবা dupaaa.2015@gmail.com ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডিইউপিএএএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।#

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/প্রেবি/আরএইচ-৪৭০৯

পছন্দের আরো পোস্ট