ঢাবিতে দিনব্যাপী বোস সেমিনার অনুষ্ঠিত

Bose Seminarঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর উদ্যোগে “New Topological States of Quantum Matter” শীর্ষক দিনব্যাপী বোস সেমিনার বুধবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদ হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল আজিজ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এ এম হারুন-অর-রশিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর পরিচালক অধ্যাপক শামীমা চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্বমানের বিজ্ঞানী হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে হবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২৪১

পছন্দের আরো পোস্ট