রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স শুরু বৃহস্পতিবার

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ কম্পিউটার এন্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (আইসিসিই) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স বৃহস্পতিবার শুরু হবে।

 

বিকেল ৩ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অর্নিবান মুখোপধ্যায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস. এম. আশরাফুল ইসলাম এবং পরিচালক (প্রশিক্ষক) প্রকৌশলী মোঃ ইনামুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল।

 

Post MIddle

রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করবেন। শুক্রবার সন্ধ্যায় এই কনফারেন্স শেষ হবে।#

 

 

লেখাপড়া২৪.কম/রুয়েট/পিআর/আরএইচ-৪৭০৬

পছন্দের আরো পোস্ট